• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

৫০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরি করবে মন্ত্রণালয়

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪  

উদ্যোমী ও তরুণদের আয়বর্ধন কাজে নিয়োজিত করতে নতুন সরকারের অন্যতম লক্ষ্য দেশব্যাপী উদ্যোক্তা তৈরি করা। আত্মকর্মসংস্থানের মাধ্যমে সাবলম্বী করা। এরই ধারাবাহিকতায় সারাদেশে প্রায় ৫০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরি করবে কৃষি মন্ত্রণালয়। প্রাথমিকভাবে সাড়ে সাত হাজার উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অনান্য সুবিধা দেয়ার মাধ্যমে এসব উদ্যোক্তা তৈরি করা হবে।

জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) একটি প্রকল্প ইতোমধ্যে কাজ শুরু করেছে। টিস্যু কালচার ল্যাবরেটরি ও হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার নতুন বছরের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি ব্যাচে প্রায় ৫০ জনের হাতে-কলমে আবাসিক প্রশিক্ষণ দেয়া হয়। ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে তাদের বিভিন্ন নেটওয়ার্ক এর সঙ্গে সংযুক্ত করা হয়। এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা দেয়া হয়। এর আগে কয়েকটি ব্যাচে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ ব্যাপারে কৃষি সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও কৃষিতে তরুণদের অগ্রহী করতে তাদের প্রশিক্ষণ ও সহায়তা দেয়া হচ্ছে।

আগামীর কৃষি হবে তারুণ্যনির্ভর আধুনিক কৃষি।

দৈনিক জামালপুর