• শুক্রবার ০৫ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২১ ১৪৩১

  • || ২৭ জ্বিলহজ্জ ১৪৪৫

সর্বশেষ:

সেই ইফাতকে অস্বীকার,এবার রাজস্ব কর্মকর্তার পারিবারিক ছবি প্রকাশ্য

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ জুন ২০২৪  

‘১৫ লাখ টাকার খাসি’ কাণ্ড নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। ওই খাসি ও তার ক্রেতাকে নিয়ে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। গুঞ্জন উঠেছিল যে, তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। কিন্তু মতিউর রহমান এ বিষয়ে অস্বীকৃতি জানান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের একটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন সাইয়েদ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি। সেই সঙ্গে দিয়েছেন কিছু তথ্য।

সাইয়েদ আব্দুল্লাহ জানান, মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ঈপ্সিতার সঙ্গে তার যোগাযোগ হয়েছে। ঈপ্সিতা জানান, ১৫ লাখ টাকার খাসি কেনা মুশফিকুর রহমান ইফাত তার ভাই নন।

ওই পোস্টের সূত্রে জানা যায়, রাজস্ব বোর্ডের ওই কর্মকর্তার ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান। তিনি বাংলাদেশেই থাকেন এবং বিবাহিত। 

সাইয়েদ আব্দুল্লাহ লিখেছেন, ফারজানা রহমান ঈপ্সিতা আমার সঙ্গে যোগাযোগ করে উনি নিশ্চিত করেছেন যে আলোচিত ‘মুশফিকুর রহমান ইফাত’ নাকি তাদের পরিবারের কেউ নয় এবং উনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন তাদের এই ব্যাপারটা সবার সামনে তুলে ধরি। আমার এই পোস্টের তথ্য ফারজানা রহমান ঈপ্সিতা কর্তৃক প্রদত্ত এবং এই তথ্যগুলোর দায়ভারও তার নিজের। পরিবারের ছবিটিও ঈপ্সিতা নিজে দিয়েছেন আমাকে।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘আমার এক ছেলে রয়েছে, তার নাম তৈাফিকুর রহমান। আলোচিত ইফাত আমার ছেলে নন। এমনকি আত্মীয় বা পরিচিতও নন। আমি তাকে কোনোদিন দেখিনি।’

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর