• শুক্রবার ০৫ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২১ ১৪৩১

  • || ২৭ জ্বিলহজ্জ ১৪৪৫

সর্বশেষ:

একসঙ্গে চারটি সাপ হত্যা, পরে জানা গেল ‘রাসেল ভাইপার নয়’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ জুন ২০২৪  

চট্টগ্রামের চন্দনাইশে বিষধর রাসেল ভাইপার ভেবে চারটি সাপ পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৩ জুন) সকালে উপজেলার পাহাড়ি অঞ্চল ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। দোহাজারী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, রাসেল ভাইপার ভেবে চারটি সাপ পিটিয়ে হত্যা করা হয়। যেগুলো আসলে রাসেল ভাইপার না। সাপগুলোর নাম বাফ ডোরাকাটা কিলব্যাক (দাগি ঢোঁড়া)। এগুলো বিষহীন কলুব্রিড সাপের প্রজাতি। এশিয়া অঞ্চলে সাপগুলো পাওয়া যায়। তিনি বলেন, এ ধরনের সাপগুলো আমাদের সম্পদ। এগুলো রক্ষা করতে হবে। এরইমধ্যে আমরা প্রচারণা শুরু করেছি। এর আগে, শুক্রবার (২১ জুন) রাতে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি পাড়া এলাকায় রাসেল ভাইপার ভেবে প্রায় পাঁচ ফুট লম্বা একটি অজগর মেরে ফেলা হয়। এলাকাবাসী সাপটিকে রাসেল ভাইপার ভেবে মারলেও পরে সেটি অজগর বলে নিশ্চিত করে বনবিভাগ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর