• শুক্রবার ০৫ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২০ ১৪৩১

  • || ২৭ জ্বিলহজ্জ ১৪৪৫

সর্বশেষ:
মালয়েশিয়ার উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ ভোমরা বন্দর আগামী দিনের প্রাণকেন্দ্র হয়ে উঠবে গাজীপুরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন বগুড়ায় যমুনার পানি বিপদ সীমার ৩২ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে প্রয়াত বিচারপতি-আইনজীবীদের স্মরণে আপিল বিভাগে ফুলকোর্ট রেভারেন্স নাটোরে মাইক্রোবাস ও অটোরিক্সার সংঘর্ষে মা-মেয়ে নিহত রাষ্ট্রপতির সাথে দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর বেইজিং সফর বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক পশ্চিমা বিরোধী অবস্থান নিয়ে পুতিন ও শি’র নেতৃত্বে শীর্ষ সম্মেলন বিএনপির অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে

ছাত্রকে বলাৎকারের চেষ্টা, স্বাস্থ্য কর্মকর্তাকে বদলি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ জুন ২০২৪  

সপ্তম শ্রেণিপড়ুয়া এক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তিনি এ ঘটনায় তাকে সরানোর ষড়যন্ত্র হিসেবে মন্তব্য করেছেন। এ ঘটনায় রোববার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক পত্রে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল হককে বদলি করা হয়েছে। বদলির আদেশে এ চিকিৎসককে খুলনার বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের জুনিয়র লেকচারার হিসেবে যোগদান করতে বলা হয়েছে। একইসঙ্গে কুমিল্লার চান্দিনা মহিচাইল ২০ শয্যা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. মোহাম্মদ মাসুদুল হাসানকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করতে আদেশ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল হক বলেন, এ ধরনের অভিযোগ মিথ্যা। একটি গোষ্ঠী আমাকে সরানোর জন্য এই ষড়যন্ত্র করেছে। এখন তারা সফলও হয়েছে। ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন বলেন, বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে জেনেছি। এ ঘটনায় কেউ লিখিত বা মৌখিকভাবে অভিযোগও দেয়নি। আজকে স্বাস্থ্য অধিদফতর থেকে ওই চিকিৎসকের বদলির আদেশের কথা জেনেছি। এর আগে, বুধবার (২৬ জুন) সন্ধ্যার দিকে সপ্তম শ্রেণিপড়ুয়া ওই ছাত্র প্রাইভেট পড়ে বাসার দিকে যাওয়ার পথে পূর্ব পরিচিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল হকের হাসপাতাল রোড এলাকায় ব্যক্তিগত চেম্বারে যান। সেখানে ডা. ফরিদুল হক তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে পরে হাসপাতালের অফিস কক্ষের ভেতরে নিয়ে যান। আনুমানিক ২০ মিনিট পরে কক্ষ থেকে ওই শিক্ষার্থী চিৎকার দিয়ে বের হয়ে যান। তাৎক্ষণিক ঘটনাটি আশপাশে জানাজানি হলে হাসপাতালের মূল ফটকের সামনের একটি ফার্মাসিতে বৈঠক করে রফাদফা করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর