• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪  

কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় আবারো ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত রাতে দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকা থেকে ইলিশ মাছগুলো জব্দ করে বিজিবি। রোববার বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ মাছ জব্দ করা হয়। এ নিয়ে কুমিল্লায় গত পাঁচ দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো ইলিশ জব্দের খবর পাওয়া গেল। মোট ৩৫টি বাক্সে করে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশে এসব ইলিশ নিয়ে যাওয়া হচ্ছিল। তবে বিজিবির অভিযানের খবর পেয়ে আসামিরা পালিয়ে যান। বিজিবির সংশ্লিষ্ট ব্যাটালিয়নের কাছে খবর আসে, কুমিল্লা কোতয়ালী সদর উপজেলাধীন সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ নামক এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে ইলিশ মাছ পাচার হতে পারে। এ প্রেক্ষিতে হাবিলদার জুয়েলের নেতৃত্বে বিজিবি'র কটকবাজার চেকপোস্টের টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করে। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজারমূল্য সাড়ে নয় লাখ টাকারও বেশি। এসব ইলিশ নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি।

দৈনিক জামালপুর