• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

যুবলীগ নেতাকে তুলে নিয়ে বিএনপি নেতার নির্যাতন, ৫০ হাজারে মুক্তি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪  

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আবদুর রহমান নামে এক যুবলীগ নেতাকে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। এ সময় তার নিকট থেকে মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী যুবলীগ নেতার পরিবার।
শুক্রবার দুপুরে সদর উপজেলার পাঁচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানে না থানা পুলিশ। যদিও ৫০ হাজার টাকার বিনিমিয়ে মুক্তি পান যুবলীগ নেতা আব্দুর রহমান।

ভুক্তভোগী যুবলীগ নেতা আবদুর রহমান সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পাঁচপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

ঘটনা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে আবদুর রহমান পাশের পালপাড়া বাজারে সন্তানের চুল কাটানোর জন্য গেলে পাঁচপাড়া গ্রামের বিএনপির কর্মী নিকু ও খোকনের নেতৃত্বে একদল লোক তাকে মারধর করেন। পরে তাকে মারতে মারতে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। এরপর তাকে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আলোচনা শেষে স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আবদুল হান্নানের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান তিনি। 

যুবলীগ নেতা আবদুর রহমানের পরিবার সূত্র জানায়, মারাত্মক আহত আবদুর রহমানকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। 

বিএনপি নেতা ও ইউপি সদস্য আবদুল হান্নান মুক্তিপণ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। কেউ থানায় অভিযোগও করেনি।

দৈনিক জামালপুর