• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ধামরাইয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪  

ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নে বকেয়া বেতনের দাবিতে ওডিসি ক্রাফট প্রাইভেট লিমিটেডের শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সোমভাগ ইউনিয়নের দেপাশাই এলাকায় ফ্যাক্টরির সামনে অবস্থান নেন ৫০-৬০ জন শ্রমিক। পরে ১১টা ৪০ মিনিটের দিকে ২০০-২২০ জন শ্রমিক কালামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ডাউটিয়া এলাকায় গিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। দুপুর সাড়ে ১২টা দিকে সেনা টহল দল, শিল্প ও থানা পুলিশ উপস্থিত রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বেলা সাড়ে ৩টার দিকে মালিক পক্ষ আবু বকর সিদ্দিক, শ্রমিক প্রতিনিধি, সেনা, শিল্প পুলিশের সঙ্গে আলোচনায় বসে। মালিক পক্ষ টাকা সংগ্রহ করতে পারেনি বিধায় বকেয়া পাওনাদি অক্টোবরের ১৫ তারিখে পরিশোধ করতে চাইলে শ্রমিকরা তাতে অসম্মতি জানান। উল্লেখ্য, এর আগে মালিক পক্ষ কয়েক দফায় প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় মালিকের প্রতি শ্রমিকদের অনাস্থা তৈরি হয়েছে বলে জানা গেছে।

দৈনিক জামালপুর