• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বেলুনের নামে বিক্রি হচ্ছে হাইড্রোজেন গ্যাস বোমা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪  

সিরাজগঞ্জের দর্শনীয় স্থানগুলোতে শিশুদের মনোরঞ্জনের জন্য অবাধে বিক্রি করা হচ্ছে গ্যাস বেলুনের নামে এক ধরনের হাইড্রোজেন গ্যাস বোমা। নানা কার্টুন দিয়ে বানানো প্লাস্টিকের বেলুন হওয়ায় শিশুরা খুব সহজেই আকৃষ্ট হচ্ছে। এই বেলুনগুলো যেকোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে শিশুরা মারাত্মকভাবে আহত হতে পা‌রে। অবা‌ধে সিরাজগঞ্জ শহরে এবং দর্শনীয় স্থানগুলোতে বিক্রি হলেও নেয়া হচ্ছে না কোনো প্রশাসনিক ব্যবস্থা। শুধু হিলিয়াম গ্যাস দিয়ে এই বেলুন তৈরির কথা থাকলেও বেলুনে ব্যবহৃত হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হিলিয়াম গ্যাস বাতাসের চেয়ে হালকা। প্রতি লিটার বাতাসের ওজন ১২৫ গ্রাম। অন্যদিকে, প্রতি লিটার হিলিয়াম গ্যাসের ওজন মাত্র ০১৮ গ্রাম। এই গ্যাস বাতাসের চেয়ে হালকা থাকার কারণে বেলুন বাতাসে ভাসে। হিলিয়াম গ্যাসের দাম একটু বেশি হওয়ায় কম খরচের বেলুনে ঢুকানো হচ্ছে হাইড্রোজেন গ্যাস। খোঁজ নিয়ে জানা গেছে, এই গ্যাস অবৈধভাবে নিজেরাই তৈরি করছেন বেলুন ব্যবসায়ীরা। সিরাজগঞ্জের যমুনা নদীর হাট পয়েন্টে বেড়াতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রহিম জানান, বাহারি রঙয়ের কার্টুনে তৈরি গ্যাস বেলুনের নামে শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছে এক প্রকার বোমা। যেকোনো ধরনের তাপে এটা বিস্ফোরিত হতে পারে। আগুনও ধর‌তে পারে সূর্যের আলোতে। দ্রুত এই বিপদজনক বেলুন বিক্রি বন্ধে প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করেন তিনি।

দৈনিক জামালপুর