• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পোশাক শিল্পে ভারতীয়দের অপসারণের দাবি গণঅধিকার পরিষদের

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪  

ভারতীয় পণ্য বর্জন ও গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে পোশাক শিল্পসহ অন‌্যান‌্য শি‌ল্পে ভারতীয় কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণের দাবিতে র‍্যালি ও মতবিনিময় সভা করেছে গণঅধিকার পরিষদ। শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকার সাভারে ‘ভারত খেদাও, বাংলাদেশ বাঁচাও’ স্লোগান‌কে সামনে রেখে ভারতীয় পণ্য বর্জন ও গার্মেন্ট শিল্পকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে এ র‍্যালি ও মতবিনিময় সভা করে দলটি। এ সময় বক্তারা গার্মেন্টস শিল্পে অস্থিরতা দূর করতে, শিল্প খাতে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে বাংলা‌দে‌শে পোশাক শিল্পসহ অন‌্যান‌্য শি‌ল্পে ভারতীয় কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণের দাবি জানান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহম্মদ ফারুক হাসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ ঢাকা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক।

দৈনিক জামালপুর