• বুধবার ১৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩১ ১৪৩১

  • || ১১ রবিউস সানি ১৪৪৬

বকশীগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪  

জামালপুরের বকশীগঞ্জে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ , জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে রসকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১ টায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহŸায়ক ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক মামুনুর রশিদ ও মাদরাসা সুপার মওলানা মিজানুর রহমান। 
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তর বরাবর স্মারকলিপি প্রদান করেন মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। 
তারা দ্রæত বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি অনুরোধ জানান। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। 
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর