• বুধবার ১৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩১ ১৪৩১

  • || ১১ রবিউস সানি ১৪৪৬

মেলান্দহে নবাগত ডিসির মতবিনিময়

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪  

জামালপুর জেলার নবাগত ডিসির সাথে মেলান্দহ উপজেলার কর্মকর্তা-সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা ২৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসন এর আয়োজন করেছে। ডিসি হাছিনা বেগম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ইউএনও এস.এম. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, এডিসি জেনারেল সাইফুল ইসলাম, কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, এসিল্যান্ড তাসনীম জাহান, অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন, জাহানারা লতিফ মহিলা কলেজের প্রিন্সিপাল খায়রুল ইসলাম, উমির উদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার, জামেয়া হুছাইনিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও জেলা ইত্তেফাকুল ওলামার সভাপতি মুফতি শামসুদ্দিন, মেলান্দহ বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এম. রফিকুল ইসলাম রহিম, বিএনপি’র সদস্য সচিব নূরুল আলম সিদ্দিকী, জামাত আমির অধ্যাপক মাও. মুজিবুর রহমান আজাদী, পুজা উদযাপন কমিটির সভাপতি ডা. ধ্রæবজ্যোতি ঘোষ মুকুল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের প্রধান, পেশাজীবি-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বৈষম্যবিরোধীর প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত চারজনের পরিবারের মাঝে নগদ ২০ হাজার টাকা ও খাদ্য বিতরণ করা হয়। 

দৈনিক জামালপুর