• বুধবার ১৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩১ ১৪৩১

  • || ১১ রবিউস সানি ১৪৪৬

মেলান্দহ বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্বে সাইফুল ইসলাম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪  

জামালপুর মেলান্দহের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (বশেফমুপ্রবি) প্রশাসনিক-আর্থিক ও একাডেমিক পরিচালনায় নতুন দায়িত্ব পেয়েছেন সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম। 

২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এ কথা জানানো হয়। নতুন ভিসি নিয়োগের আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের পটপরিবর্তনের মধ্য দিয়ে বশেফমুপ্রবি ভিসি-রেজিস্টার-প্রক্টর-প্রভোস্টসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পদত্যাগের পর  বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছিল। ১১ আগস্ট থেকে পদত্যাগের পর শুন্যপদ পূরণের ক্ষেত্রে বিশেষ করে ভিসির ক্ষেত্রে ভারপ্রাপ্ত কিংবা চলতি দায়িত্ব পালনেও যোগ্যতা সম্পন্ন কোন প্রফেসর না থাকায় স্থবিরতা দেখা দিয়েছে  বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এ প্রসঙ্গে কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ১৮ সেপ্টেম্বর বশেফমুপ্রবি কর্তৃপক্ষের সভায় প্রশাসনিক-আর্থিক ও একাডেমিক পরিচালনায় ফিশারিজ বিভাগের শিক্ষক সাইফুল ইসলামের নাম প্রস্তাব আকারে পাশ হয়। সভার সিদ্ধান্তক্রমে পরদিন ১৯ সেপ্টেম্বর  বিশ্ববিদ্যালয়ের পক্ষে ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. সাদিকুর রহমান স্বাক্ষরিত উক্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলে, তা গৃহিত হয়। 
 

দৈনিক জামালপুর