• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

‘সরকার পতনে গণ অধিকার পরিষদের অনেক ভূমিকা ছিল’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৪  

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর বাসস্ট্যান্ড মোড়ে বাংলাদেশ গণ অধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শিবচর উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. আকরাম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর। এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচ্চর ইউনিয়ন পরিষদ সেক্রেটারি বাশারসহ স্থানীয় নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদ কর্মীরা বিগত সরকারের আমলে নির্যাতিত ও নিপীড়িত হয়েছে। আমাদের নেতাকর্মীদের নিয়ে রিমান্ডের নির্যাতন চালিয়েছে। যার ফলস্বরপ গত ৫ আগস্ট‌ ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকার পতন হয়েছে। এ আন্দোলনে আমাদের গণ অধিকার পরিষদ কর্মীদের অনেক ভূমিকা ছিল। তাই দেশ পরিচালনার করার জন্য গণ অধিকার পরিষদ কর্মীদের লেখাপড়ার সঙ্গে সঙ্গে নিজেদের যোগ্য করে তুলতে হবে। তাহলেই দেশ গঠনে ভূমিকা রাখতে পারবেন। গণ অধিকার পরিষদ নেতাকর্মী গরিব অসহায় মানুষ ও ছাত্রদের পাশে দাঁড়ানো একটি সংগঠনের নাম। এছাড়াও বিগত সরকারের নানা ধরনের সমালোচনা করেন।

দৈনিক জামালপুর