• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

ইসলামী শাসনই দেশের মানুষকে মুক্তি দিতে পারে: ফয়জুল করিম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৪  

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, ৯০ শতাংশ মুসলমানদের দেশে মুসলমানরা বুক ফুলিয়ে কথা বলতে পারছে না। আজকে জালেমরা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে, আমরা তা মেনে নিতে পারি না। একমাত্র ইসলামী শাসনই দেশের মানুষকে মুক্তি দিতে পারে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেন, শুধু দল বা নেতা পরিবর্তনে করে মানুষের শান্তি ও মুক্তি আসতে পারে না। আমরা দেশে অনেকের শাসনই দেখেছি কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন দেখিনি। আজকে মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। অনেক নিরীহ মানুষ কারাগারে বন্দি রয়েছেন। তিনি আরো বলেন, ৫ আগস্টের পরে আমরা দেখলাম আবার দখলদারি, চাঁদাবাজি, গুন্ডামি শুরু হয়েছে। এর জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। আমরা চাই না দেশে সন্ত্রাস থাকুক। যেখানে কেউ গুন্ডামি করবে, চাঁদাবাজি করবে তাদেরকে ধরে বেঁধে রেখে আমাদের খবর দেবেন। হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে ফয়জুল করিম বলেন, হিন্দু ভাইদের বলতে চাই আগামী দুর্গাপূজায় আগের চেয়ে আরো বেশি উৎসব আমেজে উদযাপন করবেন। তবে মনে রাখবেন, ধর্ম যার যার উৎসবও তার তার। আর দুর্গাপূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তার উপযুক্ত জবাব দেবে ইনশাআল্লাহ...। সংগঠনের গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. ফাইজুদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে আরো বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, জেলা সভাপতি মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় নেতা মুফতি রেজাউল করিম আবরার, শামসুর রহমান মুজাহিদ, ইঞ্জিনিয়ার এহেতাশামুল হক পাঠান, হাবিবুর রহমান মিয়াজি, হারুনুর রশিদ প্রমুখ।

দৈনিক জামালপুর