• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
ঢাকা-থিম্পু দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার-আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে বিচার শুরু হলে শেখ হাসিনাকে ফেরত চাইবে সরকার সংস্কার কমিশনের কাজ শুরু ১ অক্টোবর, প্রতিবেদন ডিসেম্বরে জুলাই গণহত্যার বিচার না হলে সরকারের বিপ্লবী ভূমিকা ম্লান হবে : রি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না : মির্জা ফখরুল সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু ঢাবিতে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৪ শিক্ষার্থী আটক

হত্যা মামলায় সাবেক এমপি মমিন মণ্ডলের পিএস গ্রেফতার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪  

সিরাজগঞ্জ এনায়েতপুরে কলেজ ছাত্র শিহাব, সিয়াম হোসেন ও ইয়াহিয়া হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এমপি মমিন মণ্ডলের পিএস মো. সেলিম সরকারকে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার এম. আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার একটি মিছিল এনায়েতপুর থানাধীন খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল মেইন ফটকের সামনে হতে মিছিল শুরু করে। এনায়েতপুর থানার দিকে রওনা হলে আল হেরা মার্কেটের সামনে পৌছালে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে ছাত্র জনতার গণ আন্দোলন নসাৎ করার জন্য পিস্তল দিয়ে গুলি বর্ষণ করে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ছাত্র জনতার মিছিলে মো. শিহাব হোসেন, হাফেজ মো. সিয়াম হোসেন ও মো. ইয়াহিয়া আলী গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হলে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ঐ ঘটনায় মোছা. শাহানা খাতুন, মো. হযরত আলী এবং মো. সোলায়মান বাদী হয়ে ৩টি পৃথক হত্যা মামলা দায়ের ক‌রেন। মামলার পে‌ক্ষি‌তে গত মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন ড্রিম কনভেনশন হল, উত্তর মাসদাইর, গাবতলী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. সেলিম সরকার সিরাজগঞ্জ জেলার বেলকু‌চি থানার শেরনগর (কামারপাড়া) গ্রা‌মের মো. আব্দুর রাজ্জাক সরকার ছে‌লে। গ্রেফতারকৃত আসামিকে জেলার এনায়েতপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

দৈনিক জামালপুর